Available Here: Duck Breeding

ইউটিউবে দেখে হাঁসের খামার করে প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকার আয় । Duck breeding method। Duck Farm

Dislike 0 Published on 22 Dec 2019

দরিদ্র পরিবারের বেকার সন্তান প্রত্যন্ত এলাকার আবু হাসান। ইউটিউবে হাঁস পালন দেখে উদ্বুদ্ধ হয়ে শরু করেন হাঁস পালন। কোন প্রকার প্রশিক্ষণ ছাড়ায় হাঁস পাল শুরু করে প্রথম দিকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় তাকে। তবে সে সব সমস্যায় দুমে যাননি তিনি। বার বার ইউটিউবে দেখেছেন হাঁস পালন পদ্ধতি। পরামর্শ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির কাছ থেকে। অনেক কৌশলে শিখতে হয়েছে হাঁসের সঠিক পরিচর্চার নিয়ম। তবে আজ তিনি স্বালম্বী। এখন সে মাসে আয় করছেন লাখ টাকা।

দর্শক আমরা এখন তার কাছ থেকে জানবো। কি ভাবে হাঁস পালন শুরু করলেন তিনি? কিকি সমস্যায় পড়েছিলেন? আর সেইসব সমস্যা থেকে তিনি কিভাবে কেটে উঠলেন? এবং তার সাফল্যের কথা।
তিনি ১১ শ হাঁসের বাচ্চা নিয়ে শুরু করেন হাঁস পালন। এসব হাঁস ছোট থেকে ডিম দেয়া পর্যন্ত বড় করতে খরচ হয়েছে ২ লাখ টাকা। এসব হাঁস বছরে ১০ মাসই ড়িম দিয়ে থাকেন। তা থেকে প্রতি মাসে শুধু ডিম বিক্রি করে আয় করছেন দেড় লাখ টাকা। আর ডিম দেয় শেষ পর্যায়ে এসব হাঁস বিক্রি করে খরচের টাকা উঠে আসার পরও লাভ থাকবে দেড় টাকা বলে আশা করছেন তিনি।

আবু হাসান বলেন হাঁসের খামার করতে গেলে প্রথমে হাঁসের বাচ্চার দিকে নজদ দিতে হবে। দেখে শুনে পুষ্ট বাচ্চা কিনলে সে বাচ্চা দ্রুত বড় হয় এবং রোগ বালাইও কম হয়। এর পর হাঁসের থাকার জায়গা ও খাবারের দিকে নজর দিতে হবে।

হাঁস পালন করতে গিয়ে তিনি অনেক কিছু শিখেছেন। আর তাই তিনি আরও হঁাস পালন করতে চান। এবং এসব থেকে তিনি আরও বেশি লাভবান হবেন বলে আশা করছেন তিনি।
Our Website
www.varendranews.com/

Our Youtube Channels
https://www.youtube.com/VarendraNews

Our Facebook Page
https://www.facebook.com/Varendra-NewS-1151827234917567/